বরিশালে শ্রমজীবীদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণ
১৪ মে ২০২০ ২০:৪৩ | আপডেট: ১৪ মে ২০২০ ২১:১৫
বরিশাল: দেশব্যাপী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পরা মানুষদের পরিষেবায় মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদানের কর্মসূচি ভিডিও কনফারেন্সে মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। জেলায় ১ লাখ ৩০ হাজার শ্রমজীবী মানুষ এই কর্মসূচির আওতায় নগদ আড়াই হাজার টাকা করে পাবেন। আর সারাদেশে ৫০ লাখ শ্রমজীবী অসহায় মানুষকে এই অর্থ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে উদ্বোধনকালে সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির টাকা পেয়ে শ্রমজীবীরা জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই টাকা পেয়ে কিছুটা হলেও তাদের অভাব দূর হয়েছে। এই টাকায় তারা পরিবার নিয়ে ঈদ উৎসব করতে পারবেন।
ভিডিও কনফারেন্সে উপস্থিত বরিশাল-৪ আসন (হিজলা-মেহেন্দিগঞ্জ) সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, ‘এটা যুগান্তকারী উদ্যোগ। প্রধানমন্ত্রীর এই অর্থ অন্যান্যদের মধ্যে উৎসাহ জাগাবে। এতে করে আমাদের দেশে কারোনার প্রভাবিত অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সহায়ক হবে।’
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘দেশব্যাপী এই উদ্যোগের জন্য দুস্থ পরিবারের সদস্যরা ভালোভাবে ঈদ কাটাতে পারবে।’