Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রাণ চোরদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে: জি এম কাদের


১৪ মে ২০২০ ১৬:২২

ঢাকা: ত্রাণ চোরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘দেশের এমন সংকটময় মুহূর্তে হতদরিদ্র মানুষ জীবিকা হারিয়ে ত্রাণের জন্য রাস্তায় ঘুরছে। খেটে খাওয়া মানুষদের বাঁচাতে সরকারও ব্যাপক ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। কিন্তু একদল অসাধু জনপ্রতিনিধি হতদরিদ্রের ত্রাণ সামগ্রী চুরি করছে। তাদের কেউ কেউ গ্রেফতার হয়েছে এবং সাময়িক বরখাস্ত কয়েছে।’

বিজ্ঞাপন

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সাময়িক বরখাস্তই যথেষ্ট নয়, ত্রাণ চোরদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে অন্য কেউ আর ভবিষ্যতে ত্রাণ চুরি করতে সাহস না পায়।’

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে ঢাকা-০৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপির ঈদ উপহার ৩ শতাধিক নেতা-কর্মীর মাঝে বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় বক্তৃতা করেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুদন দে, সরফুদ্দিন আহমেদ সিপু, এম এ সোবহান।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘সরকার বিভিন্ন সময়ে স্বাস্থ্য খাতে বিপুল পরিমানে অর্থ বরাদ্দ দিয়েছেন। এখন অভিযোগ উঠেছে সেই বরাদ্দ লোপাট হয়েছে। সরকারের উচিত একটি তদন্ত কমিশন গঠন করা। যদি কেউ দোষী প্রমাণিত হয় তাদের বিরুদ্ধের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

এর আগে বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি বনানী কার্যালয়ে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তর এর আয়োজনে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।

জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তর এর সভাপতি ফজলুল হক ফজলু এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুর পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যান এর উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, যুব সংহতি নেত

বিজ্ঞাপন

গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর