৬০ শতাংশ বেতন দেবে শুনে রাস্তায় পোশাক শ্রমিকরা
১৪ মে ২০২০ ১৩:৩৭ | আপডেট: ১৪ মে ২০২০ ১৬:০৮
চট্টগ্রাম ব্যুরো: ৬০ শতাংশ বেতন দেওয়ার ঘোষণায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকায় ফোর এইচ গ্রুপের একটি কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কয়েক’শ শ্রমিক।
পরে তারা চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ফোর এইচ গ্রুপের ফোর এইচ লিংগেরি লিমিটেড কারখানার একটি ইউনিটের সিনিয়র সুইং অপারেটর নীলুফার সারাবাংলাকে বলেন, ‘লকডাউন ঘোষণার পর কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। গত ২১ এপ্রিল খোলার পর আমরা দূর-দূরান্ত থেকে এসে কাজে যোগ দিই। আমাদের কারখানায় ২৭০০ শ্রমিক আছে। দেড় হাজারের মতো শ্রমিক আমরা প্রতিদিন চাকরি করছি। আমরা অনেকে শহরের বিভিন্ন এলাকা থেকে হাটহাজারীতে কারখানায় আসি। আমাদের জন্য গাড়ির কোনো ব্যবস্থা নেই। কেউ হেঁটে, কেউ রিকশায় করে কারখানায় এসে কাজ করে আবারও কষ্ট করে বাড়ি ফিরে যাই।’
তিনি বলেন, ‘এত কষ্ট করে চাকরি করার পরও আমরা এপ্রিল মাসের বেতন এখনো পাইনি। বেতনের জন্য জিএম (মহাব্যবস্থাপক) স্যারের কাছে যাবার পর তিনি বলেছেন, ৬০ পারসেন্ট বেতন দেবেন। এটা শোনার পর আমরা বিক্ষোভ করেছি। আমরা অর্ধেক বেতন কেন নেব ? আমাদের কেউ ত্রাণ দেয় না, বেতন না পেলে চলব কিভাবে ?’
ঘটনাস্থলে যাওয়া হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম সারাবাংলাকে জানান, প্রায় ৫০০ শ্রমিক প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন। সকাল ১১টার দিকে তারা সড়কে বসে পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে তারা গাড়ি ভাংচুর কিংবা অপ্রীতিকর কিছুই করেননি। পরে পুলিশ বেলা সাড়ে ১২টার দিকে তাদের সড়ক থেকে সরিয়ে কারখানার ভেতরে নিয়ে যায়।
ওসি বলেন, ‘আমর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা সরকার নির্ধারিত ৬০ শতাংশের বেশি বেতন দিতে রাজি নয়। আমরা বিষয়টি শ্রমিক প্রতিনিধির সঙ্গে বসে মিমাংসা করার কথা বলেছি।’
এদিকে শতভাগ বেতন না দিলে আবারও আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছেন কারখানার শ্রমিকরা।