Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ৫ হাজার কর্মহীন শিল্পীকে আর্থিক সহায়তা দেবে সরকার


১৪ মে ২০২০ ০৫:২৯

স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধে দেশব্যাপী চলমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সারাদেশের প্রায় ৫ হাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার ( ১৩ মে) এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো বলা হয়, জেলা প্রশাসন এবং জেলা কালচারাল অফিসারের সহযোগিতায় মাঠ পর্যায় থেকে এবং ঢাকা মহানগর এলাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হচ্ছে।

প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে এসব অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সারাবাংলা/জেআর/জেএইচ

আর্থিক সহায়তা করোনা শিল্পী সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর