Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথাশিল্পী শওকত ওসমানের ২২তম মৃত্যুবার্ষিকী আজ


১৪ মে ২০২০ ০৪:৩৩

সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: কথাশিল্পী শওকত ওসমানের ২২ তম মৃত্যু বার্ষিকী আজ। মহামারি করোনার কারণে এবার তার মৃত্যু বার্ষিকীতে কোন অনুষ্ঠানের আয়োজন নেই। অবস্থার উন্নতি সাপেক্ষে পরর্বতীতে অনুষ্ঠানের তারিখ ও স্থানের বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে শওকত ওসমান স্মৃতি পরিষদ।

ওসমান স্মৃতি পরিষদের সভাপতি আহমদ রফিক এ সময়ে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। মহামারির ফলে, অকালে ঝরে যাওয়া সাথীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

১৯৯৮ সালের ১৪ মে, কথাশিল্পী শওকত ওসমান, মস্তিষ্কের সেরিব্রেয়াল এ্যটাকে অসুস্থ্য হয়ে চিকিৎসারত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাঁকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে সমাহিত করা হয়। কথাশিল্পী শওকত ওসমানের জন্ম পশ্চিম বঙ্গের হুগলী জেলার সবল সিংহপুর গ্রামে। তার পিতা শেখ মোহম্মদ ইয়াহিয়া, মাতাঃ গুলেজান বেগম।

তাঁর পিতৃ প্রদত্ত নাম ছিলো শেখ আজিজুর রহমান। পরে তিনি ছদ্মনাম গ্রহণ করেন শওকত ওসমান। আজ তাঁর আসল নাম শেখ আজিজুর রহমান ছদ্মনামের আড়ালে ঢাঁকা পড়েছে।

১৯৪৭ সালে, ভারত বিভাগের সময় তিনি স্বেচ্ছোয় তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের সরকারি কর্মাস কলেজে যোগদান করেন। পরর্বতীতে ১৯৫৯ সালে ঢাকা কলেজে বদলি হন এবং ১৯৭২ সালের ১লা এপ্রিল স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। তিনি ছোটগল্প, উপন্যাস,কবিতা, নাটক, প্রবন্ধ, শিশু সাহিত্য, অনুবাদ সাহিত্যসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে অবাধ বিচরণ করেছেন। কথাশিল্পী শওকত ওসমানের উল্লেখ্য যোগ্য উপন্যাসের মাঝে রয়েছে, জননী, ক্রীতদাসের হাসি, ঈশ্বরের প্রতিদন্ধী, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, ওটেন সাহেবের বাংলো, বনি আদম, পঞ্চসঙ্গী, বিশেষ রুপে উল্লেখ্য যোগ্য। এর মাঝে “জননী’ ও “ক্রীতদাসের হাসি” ধ্রুপদী সাহিত্যের পদ মর্যাদা লাভ করেছে।

বিজ্ঞাপন

তাঁর সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন নাসিরুদ্দিন স্বর্ণ পদক, আদমজী, মুক্তধারা, ফিলিপস সাহিত্য, বাংলা একাডেমি, একুশে পদক, স্বাধীনতা দিবস ও টেনাশিস্ পুরস্কার। প্রখ্যাত সাংবাদিক সন্তোষ গুপ্ত, কথাশিল্পী শওকত ওসমানকে বাংলার র্গোকি বলে চিহ্নিত করেন, কারণ কথাশিল্পী শওকত ওসমান আজীবন তাঁর লেখনীর মাধ্যমে নিপীড়িত জনগণের কথা বলেছেন। আর সর্বদা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন।

সারাবাংলা/এজেডকে/জেএইচ

২২তম মৃত্যুবার্ষিকী কথা সাহিত্যিক শওকত ওসমান