Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ উদ্যোগে জেলার বাইরে যাচ্ছে কৃষকের সবজি ও ফল


১৪ মে ২০২০ ০২:৫৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট:
চুয়াডাঙ্গা: করোনাভাইরাসের কারণে চুয়াডাঙ্গায় কৃষকের উৎপাদিত সবজি ও ফল নির্দিষ্ট সময়ে বেঁচতে না পারায় লোকসানের মুখে পড়তে হচ্ছিল তাদের। সবজি ও ফল ক্ষেতে পঁচে নষ্ট হচ্ছিল। এ কারণে জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলামের উদ্যোগে কৃষকের উৎপাদিত ফল ও সবজি বহনকারী ট্রাক দেশের বিভিন্ন জেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রাম থেকে কৃষিপণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বেঁচার জন্য পাঠানো হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম জানান, কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার বিকাল থেকে কৃষকদের সবজি ও ফল ট্রাক যোগে ঢাকা, বরিশাল, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো শুরু হয়েছে। গাড়াবাড়ীয়া গ্রাম থেকে ৭টি ট্রাকে কৃষিপণ্য বোঝায় করে পাঠানো হয়।

কৃষকরা তরমুজ, কলা, পাতাকপি, পটলসহ বিভিন্ন ধরনের কাচামাল ট্রাক যোগে বিভিন্ন স্থানে পাঠানো শুরু করেছে বলে জানান তিনি।

সারাবাংলা/আরআর/জেএইচ

উৎপাদন কৃষক কৃষকের সবজি ও ফল বেঁচা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর