Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইটভাটার মালিকদের দ্বন্দ্বে গোলাগুলিতে আহত যুবকের মৃত্যু


১৪ মে ২০২০ ০১:৫২ | আপডেট: ১৪ মে ২০২০ ০২:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ইটভাটার মালিকদের দ্বন্দ্বে গোলাগুলিতে আহত যুবকও মারা গেছেন। এ নিয়ে একই ঘটনায় দু’জনের মৃত্যু হলো।

বুধবার (১৩ মে) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ ইব্রাহিম (২৪) নামে ওই যুবকের মৃত্যু হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘গুলিবিদ্ধ হাফেজ ইব্রাহিম নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বিকেল ৫টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন।’

মৃত হাফেজ ইব্রাহিম বাঁশখালী উপজেলার পূর্ব ইলশা গ্রামের আবু খালেকের ছেলে। ঘটনাস্থলে মারা গিয়েছিল একই গ্রামের নেছার আহমদের ছেলে মো. খালেদ বিন ওয়ালিদ (২৪)।

মঙ্গলবার (১২ মে) রাতে পূর্ব ইলশা গ্রামে দুই ইটভাটার দুই মালিক মো. নুরুল আবছার ও দিদারুল আলমের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছিল।

বুধবার দুপুরে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রাশিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা পূর্ব ইলশা গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর এসপি এস এম রাশিদুল হক সারাবাংলাকে জানান, ইটভাটার মালিক নুরুল আবছার ও দেলোয়ারের মধ্যে গত প্রায় ৩০ বছর ধরে দ্বন্দ্ব চলছে। মাঝে মাঝেই তাদের ‍দু’পক্ষে গোলাগুলি হয়। মঙ্গলবার রাতেও একইভাবে গোলাগুলি হয়েছিল।

ইটভাটার মালিকদের দ্বন্দ্ব গোলাগুলি যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর