সারাদেশে ভার্চুয়াল কোর্টে ১০১৩ জনের জামিন
১৪ মে ২০২০ ০১:৪০ | আপডেট: ১৪ মে ২০২০ ০১:৫২
ঢাকা: সারাদেশের বিচারিক আদালতে ১ হাজার ১৮৩ আবেদনের শুনানি নিয়ে ১০১৩ জনকে জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত।
বুধবার (১৩ মে) রাতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওই দিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর একটি বিজ্ঞপ্তি জারি করেন।
এরপর থেকে জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল জজ, মহানগর দায়রা জজসহ দেশের প্রায় প্রত্যেক আদালতে অনলাইনে জামিন শুনানি শুরু হয়।
এর আগে, মঙ্গলবার (১২ মে) সারাদেশের বিচারিক আদালত ৩৫০টি আবেদন জমা পড়ে। শুনানি নিয়ে ১৪৪ জনকে জামিন দিয়েছে ভার্চুয়াল আদালত।