Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে করোনা আইসোলেশন ওয়ার্ডে একজনের মৃত্যু


১৩ মে ২০২০ ২৩:২৪

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (১৩ মে)  সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা এখনও জানা যায়নি।

ডা. আরশ্বাদ উল্লাহ জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বংখুরী গ্রামের ওই ব্যক্তি কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি জ্বর ও উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক তাকে পর্যবেক্ষণের পর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। এরপর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার ফল পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে বলে।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: লুৎফর রহমান বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির মরদেহ ধর্মীয় ও সরকারী বিধি অনুযায়ী দাফন করা হয়েছে। ওই ব্যক্তির বাড়ি লকডাউনসহ বাড়ির সকলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে।

এদিকে সোমবার নরসিংদী থেকে করোনার উপসর্গ নিয়ে নিহত মানিকগঞ্জ সদর উপজেলার ইটভাটার এক শ্রমিকের দেহে করোনার সংক্রমণ ছিল না বলে জানা গেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, মানিকগঞ্জে এ পর্যন্ত ৮জন ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। তবে এর আগে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জনের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না বলেন জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞাপন

করোনা করোনাভাইরাস মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর