ঠাকুরগাঁওয়ে সীমান্তবাসির মধ্যে বিজিবি’র ত্রাণ বিতরণ
১৩ মে ২০২০ ২২:২২ | আপডেট: ১৩ মে ২০২০ ২২:৩৪
ঠাকুরগাঁও: মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে সীমান্ত উপজেলায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সীমান্তবর্তী উপজেলা বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈলের ১ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ত্রাণ বিতরণ করে। বুধবার (১৩ মে) ব্যাটালিয়ন সংলগ্ন নিশ্চিন্তপুর আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদসহ সংশ্লিষ্ট কোম্পানির কোম্পানি কমান্ডার, বিওপি কমান্ডার, প্রেস ক্লাবের সহসভাপতি জাকির মোস্তাফিজ মিলুসহ অন্যান্যরা।