Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় প্রাণ গেল আরও একজনের


১৩ মে ২০২০ ২১:২৮ | আপডেট: ১৩ মে ২০২০ ২১:৩৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। ৫৮ বছর বয়সী ওই পুরুষ হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসেও ভুগছিলেন।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম ফিল্ড হসপিটাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তার মেয়ে সারাবাংলাকে জানিয়েছেন।

আরও পড়ুন- চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে আ.লীগ নেতার মৃত্যু

মৃত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের পশ্চিম চাপড়া গ্রামে। তিনি নগরীর চাক্তাইয়ে একটি চালের আড়তে চাকরি করতেন।

মৃতের মেয়ে সারাবাংলাকে জানান, গত ১১ মে তার বাবার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর অন্তঃত এক সপ্তাহ আগে থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। এছাড়া তার হার্টের অসুখ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসও ছিল। করোনা পজিটিভ রেজাল্ট আসার পর ওইদিনই তাকে ফৌজদারহাটে চট্টগ্রাম ফিল্ড হসপিটালে ভর্তি করা হয়।

‘বুধবার দুপুরের পর থেকে আমার বাবার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। বিকেলে তাকে জেনারেল হাসপাতালে পাঠানোর জন্য ফিল্ড হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া হয়। অ্যাম্বুলেন্সে করে জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা গেছেন। আমরা লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছি,’— বলেন তিনি।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা সারাবাংলাকে বলেন, ‘করোনা পজিটিভ রেজাল্ট আসার পর আমরা কোলাগাঁও ইউনিয়নে ওই রোগীর বাড়ি লকডাউন করেছিলাম। উনার মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। গ্রামেই সৎকার হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা সেখানে যাচ্ছি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানেই তার সৎকার হবে।’

বিজ্ঞাপন

এর আগে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়। এদিনের দু’জন ছাড়াও চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কোভিড-১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর