Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের থেকে দূরে দূরে থাকছেন মাইক পেন্স


১৩ মে ২০২০ ১৮:৫০ | আপডেট: ১৩ মে ২০২০ ১৯:৪১

কিছুদিনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার (১১ মে) এ তথ্য জানানো হয়।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনি জানিয়েছেন, এ সিদ্ধান্ত পেন্সের একান্ত ব্যক্তিগত। কতদিন পর্যন্ত পেন্স এ সিদ্ধান্তে অটল থাকবেন তাও জানা যায়নি।

বিজ্ঞাপন

এর আগে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব নভেল করোনাভাইরাস টেস্টে পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকেই মার্কিন করোনা মোকাবিলা টাস্কফোর্সের শীর্ষ তিন কর্মকর্তা কোয়ারেনটাইনে রয়েছেন। ওই একই ঘটনার জেরে ভাইস প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে হোয়াইট হাউজের প্রেসরুমে ব্রিফিংকালে একজন রিপোর্টার ম্যাকেনিকে মাস্ক না ব্যবহার করার কারণ জিজ্ঞেস করেন।

জবাবে ম্যাকেনি বলেন, তিনি রিপোর্টারদের থেকে যথেষ্ট দূরত্বে আছেন। আর রিপোর্টাররা সকলেই মাস্ক ব্যবহার করছেন, সুতরাং সমস্যা নেই।

প্রসঙ্গত, করোনাভাইরাস মোকাবিলায় হোয়াইট হাউজ টাস্কফোর্সের প্রধান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।টাস্কফোর্সের তিন সদস্য সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড এবং খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) প্রধান স্টিফেন হান কোয়ারেনটাইনে রয়েছেন।

কোভিড-১৯ ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাস মাইক পেন্স যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর