প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন: কাদের
১৩ মে ২০২০ ১৪:৫২ | আপডেট: ১৩ মে ২০২০ ১৮:১১
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যারা মনে করছেন এই সিদ্ধান্ত ভুল তাদেরকে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে দেখে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি।’
বুধবার (১৩ মে) তিনি তার সরকারি বাসভবন থেকে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘করেনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারির এই সময়ে মশাবাহিত ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে গণমাধ্যম খবর প্রকাশ করেছে। ইতোমধ্যে লক্ষণও দেখা দিয়েছে। এডিস থেকে মুক্তি পেতে সামাজিক সচেনতা জরুরি হয়ে পড়েছে। ঘর-বাড়ির চারপাশে যাতে পানি না জমে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে করোনা মোকাবিলার পাশাপাশি সারাদেশে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে মশা নিধনে কার্যকর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা দেশের যেকোনো দুর্যোগে আত্মমানবতার পাশে সবার আগে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। দলের সভানেত্রীর নির্দেশ নেতাকর্মীরা সারাদেশে অসহায় মানুষের পাশে দুর্যোগে আশার আলো হয়ে আবির্ভূত হয়েছেন।’
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা, নগদ সহায়তা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস সহায়তা, টেলিমেডিসিন সেবা, লকডাউনে বিভিন্ন পরিবারের মাঝে খাবার পৌঁছে দেওয়াসহ ইফতার বিতরণ ও কৃষকের ধান কেটে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বিষয়টি তুলে ধরেন।
এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে জানিয়ে বলেন, ‘এ পর্যন্ত সরকার ৪ কোটি মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে। ৬৪টি জেলায় প্রায় দেড় লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং ১ কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে।’
ওয়বাদুল কাদের বলেন, ‘এই সময়ে একটি অশুভ মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসী ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এছাড়াও করোনা সংকটের সময়ে বয়স্ক, অসহায় নারী-পুরুষ ও পথ শিশুদের সহায়তার জন্য দলীয় নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বৈশ্বিক এ মহামারিতে যুক্তরাষ্ট্রের মতো দেশে মৃতের সংখ্যার সেখানে ৯০ হাজার ছাড়িয়ে গেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ৪০ হাজার। ফ্রান্স, স্পেন ও ইতালিসহ কিছু দেশে মৃতের সংখ্যা ২৫ থেকে ৩০ হাজার পৌঁছেছে। এসব দেশে অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করা হয়েছে এবং প্রতিবেশী দেশ ভারতেও লকডাউন শিথিল করা হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছে। প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যারা মনে করছেন এই সিদ্ধান্ত ভুল তাদেরকে বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে দেখে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি।’