লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু
১৩ মে ২০২০ ০৫:০১ | আপডেট: ১৩ মে ২০২০ ০৫:০২
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদরের কুশাখালী ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন চরকাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল হোসেন।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টায় দিকে কুশাখালী ইউনিয়নের ঝাউডগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত বেলাল হোসেন কমলনগর উপজেলার যুবদল নেতা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফছার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা জানান, বেলাল হোসেন চরকাদিরা ইউনিয়ন পরিষদের মো. ইউনুসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলাল হোসেন সদর উপজেলার কুশাখালী থেকে মোটরসাইকেলে করে নিজের এলাকা চরকাদিরা যাচ্ছিলেন। পথে ঝাউডগী এলাকায় একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান তিনি। এসময় মোটরসাইকেলটি একটি গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান বেলাল হোসেন।