ভার্চুয়াল কোর্ট চালুর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
১৩ মে ২০২০ ০৩:১০ | আপডেট: ১৩ মে ২০২০ ০৩:২৫
বরিশাল: ভার্চুয়াল কোর্ট পদ্ধতি চালুর প্রতিবাদে এবং আগের মতো স্বাভাবিক পদ্ধতিতে আদালত চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।
মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা জজ আদালত চত্বরের আইানজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার সাংবাদিকদের বলেন, বরিশালে ইন্টারনেটের গতি খুবই কম। এছাড়া আইনজীবীদের বড় একটি অংশ প্রবীণ হওয়ায় তারা ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পারদর্শী নন। এ কারণে অনেক আইনজীবী ভার্চুয়ল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চান না।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানান, ভার্চুয়াল আদালত শুরু র আগে প্রশিক্ষণ ও পূর্বপ্রস্তুতি প্রয়োজন। সেটি না করে হঠাৎ ভার্চুয়াল আদালতের কার্যক্রম চালু করায় আইনজীবীরা বিপাকে পড়েছেন। এ কারণে আজ তারা মিছিল করেছে।
এদিকে, সাতক্ষীরাতেও ভার্চুয়াল আদালতের বিরোধিতা করেছেন আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতি সিদ্ধান্ত, তারা কেউ ভার্চুয়াল কোর্টে অংশ নেবেন না।
আইনজীবীদের বিক্ষোভ বরিশালে বিক্ষোভ বিক্ষোভ মিছিল ভার্চুয়াল কোর্ট