লৌহজংয়ে কৃষকের ধান কেটে দিল যুব ও ছাত্রলীগ
১৩ মে ২০২০ ০৩:২৪
করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার সুযোগ না থাকায় বন্ধ হয়ে গেছেে শ্রমজীবন। এ পরিস্থিতে কৃষকরা ধান কাঁটার শ্রমিক সংকটে পড়েছেন।
মহামারীর প্রাদুর্ভাবে মুন্সীগঞ্জের লৌহজংয়েও অন্য জেলা থেকে ধান কাঁটার শ্রমিক আসতে পারছেন না। আর এতে বিপাকে পড়েছেন লৌহজংয়ের কৃষকরা। তবে শ্রমিক সংকটের কথা বিবেচনা করে উপজেলার কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছেন লৌহজং উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মর্তুজা খান। তার নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগকে নিয়ে রোববার সকাল থেকে পূর্ব শিমুলিয়া চকে ২৭০ শতাংশ জমির পাকা ধান কেটে তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে মো. মর্তুজা খান বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকটে পড়েছে লৌহজংয়ের অসহায় কৃষকেরা। ফলে তারা ধান কাঁটতে পারছিলো না। আমরা রাজনীতি করি দেশের মানুষের সেবা করার জন্য। আজ অসহায় কৃষকের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।
তিনি আরও বলেন, লৌহজংয়ের যেকোন কৃষক ধান কাঁটতে না পারলে আমাকে জানালেই হবে। আমি আমার যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে নিয়ে ধান কেঁটে দিয়ে আসবো। কোন কৃষকের ধান যাতে ক্ষেতে না পড়ে আমরা তা নিশ্চিত করব।