করোনায় আক্রান্ত ১৬১ আনসার সদস্য, একজনের মৃত্যু
১৩ মে ২০২০ ০১:৫৭ | আপডেট: ১৩ মে ২০২০ ০২:২৯
ঢাকা: জাতীয় সংসদ ভবন এলাকায় দায়িত্বরত ৫৩ আনসার সদস্যসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের।
মঙ্গলবার (১২ মে) রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেহেনাজ তাবাসসুম রেবিনের সই করা বার্তায় বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে একজন উপপরিচালক, ৬৪ জন ব্যাটেলিয়ন সদস্য, ৯৪ জন অঙ্গীভূত আনসার এবং একজন নারী আনসার ও একজন নার্সিং স্টাফ রয়েছেন। এদের মধ্যে সোমবার (১১ মে) আব্দুল মজিদ নামে একজন আসনার সদস্য মারা গেছেন। তিনি ভাটারা থানায় কর্মরত ছিলেন।
মেহেনাজ তাবাসসুম বলেন, করোনার উপসর্গ নিয়ে হোম কোয়ারেনটাইনে রয়েছেন আনসার বাহিনীর একজন, প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রয়েছেন ৪৩৪ জন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫০ জন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার বাহিনী করোনায় আক্রান্ত