সৌদি আরবে করোনায় মৃত ২৪৬ জনের মধ্যে ৬৮ বাংলাদেশি
১২ মে ২০২০ ২১:২৫
ঢাকা: বিশ্বজুরে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৬৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া হার্ট অ্যাটাকসহ অন্যান্য কারণে আরও ১০ জন মারা গেছে বলে জানিয়েছে সৌদির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
সৌদির বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, করোনাভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত মোট ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬৮ জন বাংলাদেশি। আর মারা যাওয়াদের মধ্যে ২৪ জনই চট্টগ্রামের। এছাড়া দেশটির মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন প্রায় দেড় হাজার।
দূতাবাসের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছে সে হিসাব তাদের কাছে নেই। তবে করোনায় নিহত বাংলাদেশিদের দাফন সৌদি আরবেই হবে।
সুত্র জানায়, এই পরিস্থিতিতে করোনায় মৃত ব্যক্তিদের দেশে পাঠানো সম্ভব না। সৌদি কর্তৃপক্ষই তাদের দাফনের ব্যবস্থা করবে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির মদিনা আল জাহারা হাসপাতালে গত ২৪ মার্চ প্রথম বাংলাদেশি মারা যায়। এর পর ধীরে ধীরেই বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা।