Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবাজার ও ধানমন্ডিতে দোকান বন্ধ করে দিল পুলিশ


১২ মে ২০২০ ২০:৫২ | আপডেট: ১২ মে ২০২০ ২২:১৫

ঢাকা: প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর বঙ্গবাজার সুপার মার্কেট ও ধানমন্ডিতে দুটি ফ্যাশন আউটলেট বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে ফিনিক্সরোডের বঙ্গবাজার মার্কেটটি বন্ধ করে দেয় পুলিশ। রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (উপ-কমিশনার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) এইচ এম আজিমুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানায় বঙ্গবাজার মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বেঁধে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর কিছু নির্দিষ্ট শর্ত মেনে সীমিত আকারে দোকান ও মার্কেট খুলতে বলা হয়েছিল। এ সংক্রান্ত একটি চিঠি মার্কেট কর্তৃপক্ষকে অন্তত চারদিন আগে পৌঁছানো হয়। এরপরেও যারা মানেননি তাদের দোকান বা মার্কেট বন্ধ করা হচ্ছে। আগামীতেও এটা অব্যাহত থাকবে।’

এর আগে মঙ্গলবার সকালে একই কারণে ধানমন্ডিতে ফ্যাশন ব্রান্ড অরণ্য ও ভিআইভিই নামে দুইটি আউটলেট বন্ধ করে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহিল কাফি বলেন, ‘যেসব শপিং মল কোনো টানেল বা স্প্রে ফটক তৈরি করেনি সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া তাদের হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ও জীবাণু মুক্তকরণ ব্যবস্থা যথেষ্ট মনে হয়নি।’

তিনি আরও বলেন, ‘সরকারি নির্দেশনা অনুসারে দোকান কর্তৃপক্ষ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করলে দোকান খোলার অনুমতি দেওয়া হবে।’

এদিকে মঙ্গলবার (১২ মে) রাজধানীতে অকারণে ঘোরাফেরা করা ও দোকানে আড্ডা দেওয়ায় ২৫ জনকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

বিজ্ঞাপন

ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে রাজধানী জুড়ে এই অভিযান পরিচালনা করা হয়। সর্বমোট ২৫টি মামলায় ২৫টি দোকান মালিককে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে লালবাগ বিভাগে ১৬টি দোকানে ১৬ হাজার ৫০০ টাকা, তেজগাঁও বিভাগে ৬টি দোকানে ৬ হাজার টাকা ও উত্তরা বিভাগে ৩টি দোকানে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় ‘

মাসুদুর রহমান আরও বলেন, ‘অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন।’ এ সময় তিনি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

টপ নিউজ দোকান বন্ধ ধানমন্ডি পুলিশ বঙ্গবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর