Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাসহ অন্যান্য চিকিৎসা না দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল


১২ মে ২০২০ ২০:১৯ | আপডেট: ১২ মে ২০২০ ২২:০৩

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে বাংলাদেশে অন্যান্য রোগে (নন-কোভিড) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়াও সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সোমবার (১১ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেল তথ্যটি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণের পর দেশের হাসপাতালগুলোতে সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছেন না বলে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে বিনা চিকিৎসায় কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ আছে।

এ পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো- সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে। চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসার জন্য আগত কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদফতরের ‘কোভিড-১৯ হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের’ সঙ্গে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে। দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন, তারা কোভিড-১৯ আক্রান্ত না হয়ে থাকলে এক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

বিজ্ঞাপন

মিডিয়া সেলের নির্দেশনায় আরও বলা হয়, দেশের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কোভিড চিকিৎসা না দিলে নন-কোভিড লাইসেন্স বাতিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর