Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়নগরে ৪৮ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক


১২ মে ২০২০ ১৯:৪১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪৮ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ মো. সোহেল মিয়া (২২) নামক এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার চর ইসলামপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটক সোহেল মিয়া জেলার বিজয়নগর উপজেলার বুটাংবাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারি পরিচালক চন্দন দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল চর ইসলামপুর পূর্ব পাড়ায় বাসির মিয়ার দোকানের সামনে কাঁচা রাস্তা অভিযান পরিচালনা করে  একটি পিকআপ ভ্যানসহ সোহেল মিয়াকে আটক করে। এ সময় তার গাড়ি তল্লাশি করে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

গাঁজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর