Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি কখন যে বলে বসে করোনার জন্যও সরকার দায়ী’


১২ মে ২০২০ ১৫:২৬

ফাইল ছবি

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যেভাবে কথাবার্তা শুরু করেছে, তাতে তারা কখন যে বলে বসেন করোনাভাইরাসের জন্যও সরকার দায়ী- আমি সেই আশঙ্কা করছি।

মঙ্গলবার (১২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্যদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন।

এ সময় ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি আমার অনুরোধ, গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দিয়ে তারপর কাজে পাঠান।’

তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যমের কর্মীদের জন্য বিএসএমএমইউ-এ করোনা টেস্টে ‘ফাস্ট ট্রাক’ বা অগ্রাধিকার সুবিধার জন্য তিনি যে অনুরোধ করেছিলেন, বিএসএমএমইউ তা কার্যকর করেছে। গণমাধ্যমকর্মীদের চিকিৎসায় শয্যা সংরক্ষণে একটি হাসপাতালেও কথা বলবেন বলে জানান ড. হাছান।

এ সময় বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি নেতাদের বক্তব্য উদভ্রান্তের প্রলাপের মতো।’

করোনার জন্য ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী বিএনপি সরকার দায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর