Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে এক লাখ ১৫ হাজার ৩৩ মেট্রিক টন চাল বিতরণ


১২ মে ২০২০ ১৫:০৮

ঢাকা: করোনাভাইরাসের মতো দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট দূর করতে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এখন পর্যন্ত সারাদেশে ত্রাণ হিসেবে এক লাখ ৫৩ হাজার ২১৭ মেট্রিক টন চাল বরাদ্দ এবং বিতরণ করা হয়েছে এক লাখ ১৫ হাজার ৩৩ মেট্রিক টন।

মঙ্গলবার (১২ মে) তথ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারে ত্রাণ সহায়তায় এ পর্যন্ত এক কোটি পরিবারের প্রায় সাড়ে চার কোটির বেশি মানুষ উপকৃত হয়েছেন।

বিজ্ঞাপন

খাদ্য সামগ্রীর পাশাপাশি ত্রাণ হিসেবে নগদ টাকা বরাদ্দ করা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এর মধ্যে নগদ বরাদ্দ করা হয়েছে ৬৪ কোটি এবং বিতরণ করা হয়েছে ৫২ কোটি ৭৬ লাখ ৮২ হাজার ৫২৩ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৫৯ লাখ ৯৬ হাজার ১১৫টি এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ১০ লাখ জন।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ প্রায় ১৬ কোটি টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ১০ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা চার লাখ এবং লোক সংখ্যা প্রায় আট লাখ।

চাল বরাদ্দ ত্রাণ বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর