নড়াইলে সুস্থ হয়েছেন ১৩ করোনা রোগীর সবাই, নেই নতুন আক্রান্ত
১২ মে ২০২০ ০৯:১০ | আপডেট: ১২ মে ২০২০ ১৪:০১
নড়াইল: ‘করোনাজয়ী’ নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মীসহ ছয়জনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ নিয়ে নড়াইল জেলায় মোট ১৩ জন করোনায় আক্রান্ত হলেও সোমবারের (১১ মে) রিপোর্ট অনুযায়ী সবাই সুস্থ হয়েছেন।
এরপর নড়াইল জেলায় নতুন কোনো করোনা রোগি সনাক্ত হয়নি। কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফ সাহাবুর রহমান জানান, গত ২২ এপ্রিল লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাক্তার খালিদ সাইফুল্লাহ, ডাক্তার শরীফুল ইসলাম, ডাক্তার নাঈমা আলী, ডাক্তার স্যাকমো মুকুল হোসেন, ও ইপিআই কর্মী কবির হোসেনের করোনাভাইরাস পজেটিভ হয়। এর দু’দিন পর ডেন্টাল টেকনোলজিস্ট শরিফুল ইসলামও করোনা আক্রান্ত হন।
তাদের চিকিৎসা চলাকালীন দুই দফায় খুলনা মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হলে তা নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনামুক্ত হয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠায় চার চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মীকে ‘করোনাজয়ী’ হিসেবে ফুল শুভেচ্ছা জানানো হয়েছে।
এদিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের স্বামী রিয়াজ হাওলাদার এবং লোহাগড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোজাম খানকেও করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।
এর আগে, গত ১৩ এপ্রিল নড়াইল জেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয় লোহাগড়া উপজেলাতেই। তবে এক সপ্তাহের ব্যবধানে প্রথম করোনা রোগী সৈয়দ সুজন (২৫) সুস্থ হয়ে উঠেন। এখন পর্যন্ত লোহাগড়া উপজেলায় নয়জন এবং নড়াইল সদরে তিন চিকিৎসকসহ চারজন করোনা আক্রান্ত হন। তবে কালিয়া উপজেলায় এখনও কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।