করোনা উপসর্গ নিয়ে নর্দান মেডিকেল কলেজের অধ্যক্ষের মৃত্যু
১১ মে ২০২০ ২১:৩৭
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুর রহমান মারা গেছেন। তার শরীরে করোনা উপসর্গ ছিল।
সোমবার (১১ মে) সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. সোহেল মাহমুদ জানান, ডা. আনিসুর রহমান নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি করোনা উপসর্গ নিয়ে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়। তিনি নর্দানের ফরেনসিক বিভাগের চিকিৎসক ছিলেন।