Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে করোনা জয় করে বাড়ি ফিরলেন ১৪ জন, আক্রান্ত আর ১


১১ মে ২০২০ ২১:০৭

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন আরও একজন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫।

সোমবার (১১ মে) বিকেলে সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার এ তথ্য জানান।

নতুন আক্রান্ত ব্যক্তির (৩৬) বাড়ি জেলার পীরগন্জ উপজেলার ভাকুড়া গ্রামে। ওই যুবক কিছুদিন আগে কিশোরগঞ্জ থেকে পীরগঞ্জে আসেন।

সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান জানান, ১৪ জন রোগী করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও সদরের একজন, বালিয়াডাঙ্গীর দুজন, রাণীশংকৈল উপজেলার ‍দুজন, পীরগঞ্জের তিনজন এবং হরিপুর উপজেলার ছয়জন।

সিভিল সার্জন জানান, এখন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন। এছাড়া সোমবার সকালে নতুন করে ২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট নমুনা পাঠানো হল ৮৪৮ জনের। এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ৭৫৫ জনের।

করোনা জয় ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর