Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় ঢাকাফেরত ১৫ যাত্রী কোয়ারেনটাইনে, চালকের অর্থদণ্ড


১১ মে ২০২০ ১৯:৩৮ | আপডেট: ১১ মে ২০২০ ১৯:৪৮

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা সংক্রমণ রোধে ঢাকা থেকে আসা মাইক্রোবাস চালকসহ ১৫ যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার ঝাউতলা বাজারের কাছে তাদের আটক করা হয়।

নির্বাহী ম্যজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই অভিযান পরিচালনা করেন। আটক যাত্রীদের মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন। যাত্রীরা ঢাকা থেকে মাইক্রোবাসে করে উপজেলার তুষখালী গ্রামের বাড়িতে ফিরছিলেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় ঢাকা থেকে আসা মাইক্রোবাস যাত্রী ১৫ জনকে উপজেলার ২নং বড়মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কোয়ারেনটাইন সেন্টারে পাঠানো হয়েছে। আর মাইক্রো চালক লিটন মিয়াকে লকডাউন ভাঙার অপরাধে অর্থদণ্ডাদেশ দিয়ে হোম কোয়ারেনটাইনে পাঠানোর আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

মঠবাড়িয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে আসা ১৫ যাত্রীকে নির্ধারিত হোম কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে। এছাড়া গাড়ি চালককে আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।

করোনাভাইরাস ঢাকাফেরত মাইক্রোবাস চালক হোম কোয়ারেনটাইন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর