Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯২ পিস ইয়াবাসহ গ্রেফতারের পর কারাগারে


১১ মে ২০২০ ১৭:২৯

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে ৯২ পিস ইয়াবাসহ গ্রেফতার মিজানুর রহমান ওরফে মিজান নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম হাবীবুর রহমান এ আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মাদক আইনে দায়ের করা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ নির্দেশ দেন।

তবে এদিন আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

এরআগে গত ১০ মে উত্তরা-পশ্চিম থানা এলাকা থেকে ৯২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন পুলিশ। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করা হয়।

৯২ পিস আটক ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর