মান ঠিক না থাকায় ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ করল বিএসটিআই
১১ মে ২০২০ ১৭:১১ | আপডেট: ১১ মে ২০২০ ১৯:৫৪
ঢাকা: ড্যানিশ, সুরেশ, প্রমি ও পূবালী সল্টসহ ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ ঘোষণা করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, খোলাবাজারে নজর রেখে বিভিন্ন পণ্য কিনে নিজেদের ল্যাবে পরীক্ষা করে বিএসটিআই। পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস)-এর থেকে নিম্নমানের ফলাফল পাওয়ায় এসকল পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ওই বার্তায় আরও বলা হয়, ড্যানিশ, সুরেশ, প্রমি, পূবালী সল্টসহ ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি এইসব প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ ও পরবর্তী সময়ে ওই সব পণ্যের মান উন্নয়ন করে পুণঃঅনুমোদন ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উৎপাদনকারীদের বাজার থেকে বিক্রিত মালামাল প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে আরও ১৭টি পণ্য নিম্নমানের পাওয়ায় সেগুলো সম্প্রতিকালে নিষিদ্ধ ঘোষণা করে বিএসটিআই।
বিএসটিআই ল্যাবরেটরি পরীক্ষায় যে সকল পণ্য নিন্মমানের পাওয়া যায় সেগুলো হলোর মধ্যে আছে: নরসিংদীর অন্নপূর্ণা অয়েল মিলসের সুরেশ ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ১৬২, উৎপাদন তারিখ: ১২.২০১৯), ময়মনসিংহের মুক্তাগাছার বেঙ্গল অয়েল মিলসের চাওলি ফ্লাওয়ার ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ৪৫, উৎপাদন তারিখ: ০৯.০২.২০২০), ময়মনসিংহের বিএল অয়েল মিলসের রুবি ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: –, উৎপাদন তারিখ: ০৪.১১.২০১৯), ময়মনসিংহের পদ্মা অয়েল মিলসের হিলসা ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ৪৫, উৎপাদন তারিখ: ০১.০১.২০২০), ময়মনসিংহের রূপন অয়েল মিলসের রিং ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ০১, উৎপাদন তারিখ: ০১.০৩.২০২০), নরসিংদীর লোকনাথ অয়েল মিলসের টাইগার ব্র্যান্ডের সরিষার তেল, জামালপুরের আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কল্যাণী ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল (ব্যাচ নং: অঘ-০০৩২, উৎপাদন তারিখ: ১৫.০৩.২০২০), গাজীপুরের ময়মনসিংহ অ্যাগো লিমিটেড-এর সান ড্রপ ব্র্যান্ডের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল জুস (এলোভেরা) (ব্যাচ নং: ০৫, উৎপাদন তারিখ: ১০.০৮.২০১৯), নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস লিমিটেড-এর ড্যানিশ ব্র্যান্ডের ধনিয়ার গুড়া (ব্যাচ নং: ০৭৬৭(এ), উৎপাদন তারিখ: ২৪.০২.২০২০), নারায়নগঞ্জের ড্যানিশ ফুডস লিমিটেড-এর ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার ‘বিফ মাসালা’ ব্যাচ নং: ০৬৩৫(এ), উৎপাদন তারিখ: ১৩.০৯.২০১৯), নারায়নগঞ্জের ড্যানিশ ফুডস লিমিটেড-এর ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার ‘চিকেন মাসালা’ ব্যাচ নং: ০৬৩৪ (বি), উৎপাদন তারিখ: ১২.০৯.২০১৯, নারায়নগঞ্জের বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড-২-এর বোম্বে আলুজ ব্র্যান্ডের চিপস (আলুজ) ব্যাচ নং: ০১ ক-০২২০, উৎপাদন তারিখ: ফেব্রুয়ারি ২০২০, নারায়নগঞ্জের আইডিয়াল অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড-এর আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার, ব্যাচ নং: ০১২, উৎপাদন তারিখ: ০২.০৫.২০১৯, নেত্রকোনার প্রিয়া ফুড প্রোডাক্টসের প্রিয়া স্পেশাল ব্র্যান্ডের প্রিয়া লাচ্ছা সেমাই, ঢাকার ধামরাইয়ের সাউদিয়া ফুড প্রোডাক্টস প্রা. লি. এর সাউদিয়া ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, ঢাকার ফোর স্টার ফুড প্রোডাক্টসের ফোর স্টার ব্র্যান্ডের কারি পাউডার ‘বার বি-কিউ মাসালা’ ব্যাচ নং: ০০৩, উৎপাদন তারিখ: অক্টোবর ২০১৯, ঢাকার এ জেড এ আইডিয়াল অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ প্রা. লি. এর এ জেড এ আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার (মিট কালা ভূনা মাসালা, ব্যাচ নং: এ২এ৪১, উৎপাদন তারিখ: ০১.০২.২০১৯, নারায়ণগঞ্জের সুরভী সল্ট আয়োডেশনের ডলফিন ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, ব্যাচ নং: ১১.২০১৯, উৎপাদন তারিখ: নভেম্বর ২০১৯, নারায়ণগঞ্জের সপ্তডিঙ্গা সল্ট ইন্ডাস্ট্রিজের মেয়র ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, ব্যাচ নং: ০০১, উৎপাদন তারিখ: ১৫.০৪.২০১৮), নারায়ণগঞ্জের পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজের পূবালী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, ব্যাচ নং: ০৩১১৪, উৎপাদন তারিখ: জুন ২০১৯, নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের টমেটো ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, ব্যাচ নং: ১০২০২১, উৎপাদন তারিখ: ০১.১০.২০১৮), নারায়ণগঞ্জের নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের তৃপ্তি ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, ব্যাচ নং: ০৫/১৯ উৎপাদন তারিখ: ০৫.২০১৯, নারায়ণগঞ্জের প্রগতি সল্ট ইন্ডাস্ট্রিজের দিগন্ত ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, ব্যাচ নং: ১৭/২০, উৎপাদন তারিখ: ০৩.২০১৭, নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের আলী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ১০/২০২১, উৎপাদন তারিখ: ০১.১০.২০১৮, নারায়ণগঞ্জের শক্তি এডিবল প্রোডাক্টস লিমিটেড-এর শক্তি ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: উৎপাদন তারিখ: ০৭.১০.২০১৯, গাজীপুরের তুরাগ অয়েল মিলসের তুরাগ ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং:– উৎপাদন তারিখ: জানুয়ারি ২০২০, নারায়ণগঞ্জের এস কে এগ্রো ফুড প্রসেসরের সরিষার তেল (ব্যাচ নং: –, উৎপাদন তারিখ: ২০.০৪.২০১৯), ঢাকার প্রমি এগ্রো ফুডস লিমিটেড-এর প্রমি ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: –, উৎপাদন তারিখ: ০২.০২.২০২০), রংপুরের বদরগঞ্জের আনিস স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন, লালমনিরহাটের পাটগ্রামের ঈসমাইল স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন, লালমনিরহাটের পাটগ্রামের গরিবুল্লাহ শাহ স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড সয়াবিন অয়েল, ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্স এর আমদানিকৃত রিফাইন্ড সুগার, ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্স-এর আমদানিকৃত অটোজি কারি হট ব্র্যান্ডের কারি পাউডার (ব্যাচ নং: –, উৎপাদন তারিখ: ২৯.১২.২০১৯, রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের হাইস্পিড ডিজেল, রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন), রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল), রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন), রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল), রাজশাহীর পবার আসাদুল্লাহ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন), রাজশাহীর পবার আসাদুল্লাহ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন- রেগুলার (পেট্রোল) এবং রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল)।