Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার প্রকোপে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পাচ্ছে: হানিফ


১১ মে ২০২০ ১৫:৪৩

ঢাকা: করোনা সংকটকালে স্বাস্থ্যখাতের দুর্বলতার কথা তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যেই ধীরে ধীরে দেশের সব প্রান্তে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। জীবন এবং জীবিকা এ দুটোই আজ বিপন্ন। করোনাভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও ততটাই প্রকাশ পাচ্ছে। প্রকাশ পাচ্ছে আমাদের সামর্থ্যের ঘাটতি এবং সমন্বয়ের অভাব।’

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) নিজের বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় আওয়ামী লীগ নেতা এসব কথা বলেন। এই অবস্থায় দোষারপের রাজনীতি পরিহার করে মানবিক হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

হানিফ বলেন, ‘চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা দ্রুত কাটিয়ে ওঠার। এই উদ্বেগজনক পরিস্থিতিতে আমাদের ভরসার জায়গা একটাই সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি শুরু থেকেই সীমিত সামর্থ্য নিয়ে লড়াই করে যাচ্ছেন এই করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলার। সব সময় প্রতিটি কাজের তদারকি করছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন সিদ্ধান্ত দিচ্ছেন, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মনিটরিং করছেন। আশাকরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবো।’

‘এই সংকটকালে জাতির প্রত্যাশা ছিল এই দুর্যোগ মোকাবিলায় সবাই আন্তরিক এবং মানবিক হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কঠিন সময়েও করোনা নিয়ে রাজনীতি বন্ধ হয় নাই। চলছে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ চলছে কাদা ছোড়াছুড়ি। কিন্তু কেন এই কাদা ছোড়াছুড়ি? কেন এই দোষারোপের রাজনীতি? দেশের মানুষ তো সব রাজনৈতিক নেতাদের চেনে, তাদের জানে। তাদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ড সম্পর্কেও দেশবাসী সজাগ আছে’, যোগ করেন হানিফ।

হানিফ আরও বলেন, ‘ক্ষমতার বাইরে যারা আছেন তাদের প্রতি অনুরোধ, অযথা সরকারের দোষ খোঁজার চেষ্টা না করে আপনাদের যদি কোন ভালো পরামর্শ থাকে দুর্যোগ মোকাবিলায় সেটা প্রকাশ করুন। সরকার অবশ্যই যেকোন ভালো পরামর্শ গ্রহণ করবে। বর্তমান পরিস্থিতিতে সরকারিদলসহ সকল রাজনৈতিক দলের নেতাদের প্রতি অনুরোধ অহেতুক অপ্রয়োজনীয় পরচর্চা বলা থেকে বিরত থাকুন।’

বিজ্ঞাপন

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘এই দুর্যোগকালীন সময়ে চিকিৎসক বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সেবা কর্তৃপক্ষের মতামত এবং তাদের সিদ্ধান্ত এই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরার চেষ্টা করুন। যার মাধ্যমে দেশের জনগণ উপকৃত হবে। এই দুর্যোগ মোকাবিলায় সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করার সময় এখনো হয় নাই, আগে দুর্যোগ কেটে যাক তারপর সরকারের প্রতিটি কর্মকাণ্ড, প্রতিটি পদক্ষেপ চুলছেড়া বিশ্লেষণ করেই মূল্যায়ন করা যাবে, সমালোচনাও করা যাবে।’ এই দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ এবং সরকারের সিদ্ধান্ত মেনে চলার আহ্বানও জানান তিনি।

করোনা আক্রান্ত করোনা সংকট মাহবুব উল আলম হানিফ স্বাস্থ্যখাতের দুর্বলতা