কাপাসিয়ায় সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ২ জনের মৃত্যু
১১ মে ২০২০ ১৪:২৪ | আপডেট: ১১ মে ২০২০ ১৪:২৫
গাজীপুর: জেলার কাপাসিয়ায় সিমেন্টবোঝাই ট্রাক উল্টে দুই জন মারা গেছেন। এ ঘটনায় অপর একজন আহত হয়েছে। সোমবার (১১ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সকলেই ট্রাক শ্রমিক।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কাপাসিয়া উপজেলার ত্রিমোহনী সনমানিয়া সড়কের কবিরের বাজার এলাকায় সোমবার সকাল ১০টার দিকে একটি সিমেন্টবাহী ট্রাক রাস্তা থেকে নিচে পড়ে উল্টে যায়। এসময় ট্রাকের ২ যাত্রী নিহত হয়, অপর একজন আহত হয়েছে।
আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা আহত ব্যক্তি সুস্থ হলে তার কাছ থেকে জানা যাবে। হতাহতরা ট্রাকের শ্রমিক। তাদের বাড়ি নেত্রকোনা বলে জানা গেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।