Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাম পুলিশের প্রতি সদস্য প্রণোদনা পাবেন ১৩০০ টাকা


১১ মে ২০২০ ১৪:১৩

ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ ভূমিকা পালন করায় ইউনিয়ন পর্যায়ে কর্মরত গ্রাম পুলিশের প্রত্যেক সদস্যকে ১ হাজার ৩০০ টাকা করে প্রণোদনা দেবে সরকার। দেশের ৪ হাজার ৫৬৯ টি ইউনিয়ন পরিষদে নিয়োজিত প্রায় ৪৬ হাজার গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) এই প্রণোদনার আওতায় আসবেন।

স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত সরকারি আদেশ (জিও) সোমবার (১১ মে) জারি করা হয়েছে। এতে বরাদ্দ রাখা হয়েছে মোট ৬ কোটি টাকা।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়, ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ থেকে প্রত্যেক জেলার জন্য মঞ্জুর করা অর্থ ওঠানোর অথরিটিপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসকরা তাদের অনুকূলে বরাদ্দ করা অর্থ ট্রেজারি থেকে উঠিয়ে প্রত্যেক গ্রাম পুলিশকে ১ হাজার ৩০০ (এক হাজার তিনশ) টাকা করে সরাসরি দেবেন।

ইউনিয়ন পরিষদ করোনা মোকাবিলা করোনাভাইরাস গ্রাম পুলিশ টপ নিউজ প্রণোদনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর