মেঘ-সূর্যের আড়ালে থাকবে তাপপ্রবাহ, রাতে বৃষ্টির আভাস
১১ মে ২০২০ ১৩:৪৬
ঢাকা: রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে আজ দিনভর কখনও সূর্যের দেখা মিলবে আবার কখনও মেঘে ঢেকে যাবে। তবে দিনভর এ সূর্য-মেঘের লুকোচুরির মাঝেও তাপপ্রবাহের ভাপসা গরমে উচাটন থাকবে চাতক মন।
সকালে (১১ মে) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ দিনভর আকাশ গুমোট প্রকৃতির থাকবে। অর্থাৎ সূর্যের দেখা মিললেও দিনভর মেঘে ঢাকা থাকবে। এতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভাপসা গরম থাকবে। তবে সন্ধ্যা কিংবা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
দুর্যোগের কোনো সম্ভাবনা রয়েছে কি না প্রশ্নে তিনি বলেন, ‘আগামী অন্তত ৩/৪ দিন কোনো সম্ভাবনা নেই। তবে যেহেতু মাসের শুরুতে বলা হয়েছিল এ মাসে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সে সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যায় না।’