Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের মিসাইলের আঘাতে ১২ ইরানি নাবিকের মৃত্যু


১১ মে ২০২০ ১২:২০ | আপডেট: ১১ মে ২০২০ ১২:২৯

হরমুজ প্রণালীতে চলমান নৌ মহড়ায় ইরানিয়ান রেভুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া জাহাজ ধ্বংসকারী মিসাইলের আঘাতে নৌ বাহিনীর একটি জাহাজ ডুবে ১২ নাবিকের মৃত্যু হয়েছে। অসমর্থিত সূত্রের বরাতে সোমবার (১১ মে) এ খবর জানিয়েছে বিবিসি।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আইআরজিসির ফ্রিগেট জামরান থেকে ছোড়া মিসাইলে নৌ বাহিনীর সাহায্যকারী জাহাজ কোনারাক ডুবে গেছে।

এর আগে, জানুয়ারিতে আইআরজিসি তেহরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভুলক্রমে ভূপাতিত করেছিল। তাতে ওই বিমানে থাকা ১৭৬ যাত্রীর মৃত্যু হয়েছিল। যাদের অধিকাংশই ছিলেন ইরানি।

এদিকে, কয়েকজন ইরানি সাংবাদিক জানিয়েছেন, নৌ মহড়া চলাকালীন নির্দিষ্ট সময়ের আগেই ফ্রিগেট জামরান থেকে ছোড়া মিসাইলে সাহায্যকারী জাহাজ কোনারাক ডুবে গেছে এবং ওই জাহাজে থাকা ১২ নাবিকের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সের পক্ষ থেকে বলা হয়েছে হরমুজ প্রণালীর ওই সেম সাইডে মাত্র একজন নাবিকের মৃত্যু হয়েছে।

কোনারাক ফ্রিগেট জামরান রেভুলেশনারি গার্ড হরমুজ প্রণালী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর