Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মনমোহন সিং


১১ মে ২০২০ ০৩:৩৮ | আপডেট: ১১ মে ২০২০ ১৫:১১

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং হৃদযন্ত্রের জটিলতা নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১০ মে) রাতে বুকে ব্যথা অনুভব করায় তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম।

ভারতের সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, রোববার রাতে বুকে ব্যথা অনুভব করেন মনমোহন সিং। পরে স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স (এআইআইএমএস)-এ ভর্তি করা হয় দুই বারের প্রধানমন্ত্রীকে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ৮৭ বছর বয়েসি মনমোহন সিং হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়নি। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নিতিশ নায়েকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এর আগে গত মার্চে চলতি সংসদ অধিবেশন স্থগিত হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন ভারতের প্রাক্তন এই প্রধানমন্ত্রী। সেসময় চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।

এর আগে ১৯৯০ ও ২০০৯ সালে মনমোহন সিংয়ের দুই বার বাইপাস সার্জারি হয়েছিলো। এছাড়া ডায়াবেটিস রোগেও ভুগছেন তিনি।

মনমোহন সিং

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর