ডিএসইসির ৩৫ সদস্যকে উপহার দিলো পারটেক্স গ্রুপ
১০ মে ২০২০ ২১:৪১
ঢাকা: মহামারী করোনাভাইরাস সংকটে পারটেক্স গ্রুপের পক্ষ থেকে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ৩৫ জন সদস্যকে উপহার দেওয়া হয়েছে। রোববার (১০ মে) পারটেক্স গ্রুপের হেড অব পাবলিক রিলেশন অফিসার রাশেদ চৌধুরী এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন।
এসময় রাশেদ চৌধুরী বলেন, ‘পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম ও তার পরিবারের পক্ষ থেকে চলমান সংকট মোকাবেলায় ডিএসইসির সদস্যদের জন্য এসব উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।’
এসময় উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি জাকির হোসেন ইমন, কোষাধ্যক্ষ আবু কাউছার খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, বিএফইউজে এর কোষাধ্যক্ষ ও নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ, নাগরিক টিভির অতিরিক্ত বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন, ডিইউজের নির্বাহী সদস্য ও নাগরিক টিভির সিনিয়র রির্পোটার রাজু হামিদ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, ছোলা ও সাবান। পর্যায়ক্রমে আরও ১০০ পরিবারকে পারটেক্স গ্রুপের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।