Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় ছাত্রলীগের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে বসেছে বাজার


১০ মে ২০২০ ২১:৪১

সাভার: আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বসানো হয়েছে ব্যতিক্রমী এক হাট। লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই এখানে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারছে এই বাজার থেকে। এখানে কোনো ধরনের খাজনা না দিয়ে ব্যবসা করতে পেরে খুশি দোকানিরাও। করোনাভাইরাসের সংকটে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাটের উদ্যোগে বসানো হয়েছে এই হাট।

গত ১৪ এপ্রিল থেকে বাজারটি চালু হয়। বাজারে বসানো হয়েছে প্রায় দুই শতাধিক অস্থায়ী দোকান। এখানে রয়েছে মুদি দোকান, মাছ, মাংস, ফল, সবজি ও কাপড়ের দোকান। করোনা পরিস্থিতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

এছাড়া বাজারের ভিতরে পশ্চিমপাশে ছাত্রলীগের উদ্যোগে একটি অস্থায়ী চিকিৎসা ক্যাম্প করে ফ্রিতে চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে।

বাজারের ব্যবস্থাপক সাইদুর রহমান সম্রাট বলেন, ‘শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েক লাখ পোশাক শ্রমিকদের বসবাস। আমি তাদের কথা চিন্তা করে এই ব্যবস্থা করেছি। আমার উদ্যোগে করা এই বাজারটিতে সাধারণ মানুষের সুরক্ষার চিন্তা করে মাঠে রয়েছে ছাত্রলীগের ২০ জনের একটি স্বেচ্ছাসেবী টিম। এই বাজারে সব ব্যবসায়ীদের খাজনা মওকুফ করা হয়েছে।’

বাজারে স্বেচ্ছাসেবীদের টিম লিডার হিসেবে রয়েছে আশুলিয়া থানা ছাত্রলীগের মো. ইয়াসিন আরাফাত পাপ্পু। তিনি বলেন, ‘এই বাজারে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং তাদের সুরক্ষা দিতে আমার টিম সর্বক্ষণ কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বাজারে একটি অস্থায়ী চিকিৎসা ক্যাম্প করেছি এখান থেকে সবাইকে ফ্রিতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া দিনের শুরুতে যখন দোকানিরা বাজারে আসেন তখন তাদের হ্যান্ড স্যানিটাইজার ও ফ্রিতে মাস্ক দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আশুলিয়া ছাত্রলীগ বাজার সামাজিক দূরত্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর