Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা পরিস্থিতিতে জয়পুরহাট কারাগার থেকে ১৫ বন্দির মুক্তি


১০ মে ২০২০ ২০:৫৩

জয়পুরহাট: করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার স্বল্প সাজাপ্রাপ্ত বিভিন্ন আসামিদের মুক্তির সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটে সর্বোচ্চ একবছরের মধ্যের বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ১৫ জন বন্দিকে মুক্তি দিয়েছে জয়পুরহাট কারাগার কর্তৃপক্ষ।

রোববার (১০ মে) সন্ধ্যায় জয়পুরহাট জেল সুপার কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জয়পুরহাটে সর্বোচ্চ একবছরের ভেতর সাজাপ্রাপ্ত ৩৫ জন আসামির তালিকা পাঠানো হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৩য় ধাপে ১৫ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

জয়পুরহাট কারাগার সংক্রমণ রোধ স্বল্প সাজাপ্রাপ্ত