বকেয়া বেতন পরিশোধসহ ৬ দাবিতে চিনিকল শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ
১০ মে ২০২০ ১৯:৫৫ | আপডেট: ১০ মে ২০২০ ২০:১৬
ঠাকুরগাঁও: বকেয়া তিনমাসের বেতন ও উৎসব বোনাস এবং আখচাষিদের পাওনা টাকা পরিশোধসহ ৬ দফা দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ-মানববন্ধন করেছেন।
রোববার (১০ মে) সকাল সাড়ে ১১টায় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে কারখানা চত্বরে ৬ দফা দাবি বাস্তবায়নে এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক নেতা উজ্জ্বল হোসেন, এনাইয়েত আলী উলুব্বী ও অন্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, ‘করোনা সংকটকালে দৈনিক হাজিরার ৮ শ্রমিক এখন পর্যন্ত সরকারের ত্রাণ সুযোগ বা খাদ্য সহায়তা পায়নি। তাছাড়া ৩ মাস ধরে চিনিকলের ৭০০ শ্রমিক-কর্মচারি বেতন-ভাতা পাচ্ছেন না। যে কারণে তারা মানবেতর দিনযাপন করছে। এছাড়া অবসরকালীন শ্রমিক-কর্মচারীদের পাওনাও পরিশোধ করা হয়নি।’