Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় করোনায় আক্রান্ত ২ লাখ ছাড়িয়েছে


১০ মে ২০২০ ১৯:০৪ | আপডেট: ১০ মে ২০২০ ১৯:১০

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। রোববার (১০ মে) দুপুরে রাশিয়ার স্বাস্থ্য বিভাগ এক ঘোষণায় জানায়, ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ১২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। করোনাভাইরাস পরীক্ষা বাড়ানোর ফলে শনাক্তের সংখ্যাও বেড়েছে বলে জানানো হয়েছে।

এ নিয়ে রাশিয়ায় টানা ৮ দিন ধরে দৈনিক ১০ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৬৮৮ জন।

বিজ্ঞাপন

রোববার শনাক্তদের অর্ধেকই রাজধানী মস্কোর বাসিন্দা। রাজধানীর আশেপাশের এলাকাসহ ওই অঞ্চল রাশিয়ায় করোনাভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে।

এছাড়া রাশিয়া কর্তৃপক্ষ রোববারের বুলেটিনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাশিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৫ জনে।

বুলেটিনে মস্কোর সরকারি কর্মকর্তারা জানান, দৈনিক শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো, দেশব্যাপী পরীক্ষা বেড়ে যাওয়া। উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ায় করোনাভাইরাস পরীক্ষা দ্বিগুণ করা হয়েছে। গত বোধবার ১০ লাখ মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। মহামারীর প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত ৫৪ লাখেরও বেশি করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

এদিকে মস্কোর মেয়র সের্জেই সবিনান গত সপ্তাহে বলেছিলেন, করোনাভাইরাসের পরীক্ষা বাড়ানোর ফলে সংক্রমিত রোগী চিহ্নিত করা সহজ হচ্ছে। এটি একটি ইতিবাচক দিক। তিনি বলেন, রাশিয়ায় করোনাভাইরাস মহামারীর প্রকৃত অবস্থা, সরকারি দাবির চেয়েও করুণ। দেশটিতে কমপক্ষে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪১ লাখেরও বেশি। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২ লাখ ৮১ হাজার জনের।

করোনাভাইরাস টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর