একদিনে সর্বোচ্চ ৮৮৭ জন শনাক্ত, মৃত্যু আরও ১৪ জনের
১০ মে ২০২০ ১৪:৪৮ | আপডেট: ১০ মে ২০২০ ১৬:২৭
ঢাকা: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রেকর্ড সংখ্যক ৮৮৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। একইসময়ে মারা গেছেন আরও ১৪ জন। করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে রোববার (১০ মে) এ তথ্য জানানো হয়।
এ নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৫৭ জন। গত দুই মাসে এই রোগে মোট মৃত্যু হলো ২২৮ জনের। গতকাল শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৬৩৬ জন।
মারা যাওয়া ১৪ জন রোগীর মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭৩৮ জনের।