কোভিড-১৯: চট্টগ্রামে একদিনে শনাক্ত ৬ পুলিশ
১০ মে ২০২০ ০৯:১৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও ২২ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলায় ৬ জন পুলিশ সদস্যসহ ১২ জন আছেন। এ ছাড়া চট্টগ্রামে মৃত একজনের শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
শনিবার (০৯ মে) চট্টগ্রামের তিনটি পৃথক ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে।
এর মধ্যে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ- বিআইটিআইডিতে ২১৩ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইয়েন্স ইউনিভার্সিটিতে (সিভাসু) ২৫ জনের নমুনা পরীক্ষায় ৭ জন কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষায় সবগুলো নেগেটিভ এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, বিআইটিআইডির পরীক্ষায় পজিটিভ ১৫ জনের মধ্যে ১২ জন চট্টগ্রাম জেলার এবং তিনজন নোয়াখালী জেলার।
চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে পুলিশ ছয়জন। সিএমপির উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে জানান, সিএমপির ট্রাফিক বিভাগের বন্দর জোনের একজন সার্জেন্ট তার স্ত্রী ও ছোট ভাইসহ আক্রান্ত হয়েছেন।
বাকি পাঁচ পুলিশের মধ্যে খুলশী থানার একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং সদরঘাট থানা, দামপাড়া পুলিশ লাইন, মনসুরাবাদরপুলিশ লাইন ও ষোলশহর পুলিশ ফাঁড়ির চারজন কনস্টেবল আছেন।
চট্টগ্রামে এ নিয়ে ২৯ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন উপ পুলিশ কমিশনার ওয়ারিশ।
চট্টগ্রামে আক্রান্ত বাকিদের মধ্যে নগরীর নেভি হাসপাতাল গেইটের ৩২ বছরের পুরুষ, ঈদগাহ বড়পুকুর এলাকার ৩৫ বছরের নারী ও সীতাকুণ্ড উপজেলার কালুশাহ নহর এলাকার ২৫ বছরের এক নারী আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
বিআইটিআইডিতে মারা যাওয়া ৫৬ বছরের এক পুরুষের নমুনায় করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।
সিভাসুতে নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া সাতজনের একজন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এবং বাকি ৬ জন লক্ষ্মীপুর জেলার।
এ নিয়ে চট্টগ্রামে ২১৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।