ঈদের আগে খুলছে না গাউছিয়া-চাঁদনি চকসহ ১২ মার্কেট
৯ মে ২০২০ ২৩:৩৯
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের আগে খুলছে না গাউছিয়া, চাঁদনি চকসহ ওই এলাকার ১২টি মার্কেট। শনিবার (৯ মে) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদনি চক বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন।
ওই এলাকায় যে মার্কেটগুলো বন্ধ থাকবে তার কয়েকটি হচ্ছে গাউছিয়া, চাঁদনি চক, চিশতিয়া মার্কেট, নিউ চিশতিয়া মার্কেট, ইসমাইল ম্যানশন, নূর ম্যানশন, ধানমন্ডি হকার মার্কেট, ইস্টার্ন মল্লিকা, গোল্ডেন প্লাজা ও গ্রীণ স্মরনিকা।
চাঁদনি চক বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, সার্বিক দিক বিবেচনায় মার্কেটগুলো আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের কাছে এখন জীবিকার চেয়ে জীবন বড়।
এর আগে চলমান করোনা পরিস্থিতিতে ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক, বায়তুল মোকাররম মার্কেট, ঢাকা নিউমার্কেট, মৌচাক, আনারকলি মার্কেট এবং মোতালেব প্লাজা। আড়ংও তাদের ৫ টি আউটলেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
শীতাতপ নিয়ন্ত্রিত বেশিরভাগ মার্কেট বন্ধ থাকতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।