Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রী ছাউনিতে পড়ে আছে নারীর লাশ, করোনার ভয়ে কাছে যাচ্ছে না কেউ


৯ মে ২০২০ ২০:১২ | আপডেট: ৯ মে ২০২০ ২০:১৩

রাজবাড়ী: জেলা সদরের বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে অজ্ঞাত পরিচয় (৭০) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

তবে করোনাভাইরাসে ওই নারীর মৃত্যু হতে পারে, এমন আতঙ্কে লাশটির কাছে যাচ্ছে না কেউ। রাত সাড়ে ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি একইভাবে যাত্রী ছাউনিতে পড়ে ছিলো।

যাত্রী ছাউনি সংলগ্ন দোকানি লালন বিশ্বাস বলেন, ‘৩-৪ দিন আগে কোথা থেকে যেন অজ্ঞাতপরিচয় ওই নারী যাত্রী ছাউনিতে আসেন। এরপর থেকে তিনি শুধু সেখানে শুয়ে থাকতেন। আজ বিকেল আমরা দেখতে পাই ওই নারী আর নড়াচড়া করছেন না। তখন আমরা নিশ্চিত হই তিনি আর বেঁচে নেই। তবে করোনাভাইরাসের ভয়ে লাশটির কাছে কেউ যায়নি।’

বসন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার এস্কেন্দার আলী খান বলেন, ‘আমি একজন গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে দূরে বসে লাশটি পাহারা দিচ্ছি। সবার মধ্যেই করোনাভাইরাসের একটি আতংক কাজ করছে। যে কারণে লাশটির কাছে যাওয়া যাচ্ছে না।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘থানা থেকে লাশটির কাছে পুলিশ পাঠানো হচ্ছে। পুলিশ গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।’

করোনাভাইরাস টপ নিউজ বসন্তপুর বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি লাশ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর