Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাধারণ ছুটির মধ্যেও শিমুলিয়া ঘাটে বাড়ছে যাত্রীদের ভিড়


৯ মে ২০২০ ১৮:২৯

মুন্সীগঞ্জ: জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকাগামী যাত্রীদের স্রোত থামছেই না। শনিবার (৯ মে) সকাল থেকে দক্ষিণবঙ্গের এ নৌরুট শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আগামীকাল রোববার থেকে ঈদের কেনাকাটায় শপিং মল খোলার খবরে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ঢাগাগামী যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েছেন শিমুলিয়া ঘাটে।

পদ্মা পাড়ি দেওয়ার পর শিমুলিয়া ঘাট থেকে অটোরিকশা, মিশুক আর রিকশায় করে সড়কে ভেঙে ভেঙে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের কর্মস্থলে ছুটছেন যাত্রী সাধারণ। ওই সব যানবাহনে চড়তে যাত্রীদের গুণতে হচ্ছে বাড়তি ভাড়াও।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, সকালের দিকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ফেরি ক্যামেলিয়া, কিশোরী ও ফেরি রায়পুরা কাঁঠালবাড়িঘাট থেকে যাত্রীবোঝাই করে ছেড়ে আসে শিমুলিয়াঘাটে। ফেরিগুলোতে অসংখ্য যাত্রী ছিল। ফেরি ছাড়াও ট্রলারে করেও যাত্রীরা পদ্মা পার হচ্ছে।

যাত্রীদের ভিড় শিমুলিয়া শিমুলিয়া ঘাট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর