সাধারণ ছুটিতে চট্টগ্রামের কর্মহীন অটোরিকশা চালকদের বিক্ষোভ
৯ মে ২০২০ ১৭:০৬
চট্টগ্রাম ব্যুরো: নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে দেড় মাস ধরে কর্মহীন থাকা চট্টগ্রামের একদল অটোরিকশার চালক সড়কে বিক্ষোভ করেছেন। এসময় তারা মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরে অটোরিকশা চালানোর অনুমতি দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরীর এ কে খান মোড়ে অর্ধশতাধিক অটোরিকশা চালক জড়ো হয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে নগরীর পাহাড়তলী ও আকবর শাহ থানা পুলিশ ঘটনাস্থলে যান।
বিক্ষোভ চলাকালে চালকদের কয়েকজন জানান, গত ২৫ মার্চের পর থেকে তারা আর অটোরিকশা নিয়ে রাস্তায় বের হতে পারেননি। যানবাহন চলাচল বন্ধ থাকায় অধিকাংশই শহর ছেড়ে নিজেদের বাড়িতেও যেতে পারেননি। উপার্জন না থাকলেও তাদের ঘরভাড়া দিতে হচ্ছে। পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে তাদের দিন কাটছে। ত্রাণ না পাবারও অভিযোগ করেছেন কেউ কেউ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান সারাবাংলাকে বলেন, ’৫০-৬০ জন চালক রাস্তায় এসে বিক্ষোভ করেন। তারা সড়কে অবস্থান নিলে যেসব জরুরি যানবাহন চলছে সেগুলো ওই সড়কে আটকে থাকে। ২০ মিনিটের মতো তারা সড়কে ছিলেন। পরে আমরা গিয়ে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। তাদের বলেছি, অটোরিকশা চালকদের তালিকা করে থানায় জমা দিতে। আমরা নিজেদের উদ্যোগে এবং সিটি করপোরেশনের কাছ থেকে ত্রাণ নিয়ে তাদের দেওয়ার চেষ্টা করব।’