Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়ালো


৯ মে ২০২০ ১৬:১২

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ৮০ জন সদস্যের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে সারাদেশে মোট ১ হাজার ৫০৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এছাড়া এ পর্যন্ত পুলিশের সাত সদস্য মারা গেছেন।

শনিবার (৮ মে) পুলিশ সদর দফতরের একটি বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৭০৮ জন। এছাড়া সারাদেশে পুলিশের ২ হাজার ৮৭০ জন কোয়ারেনটাইনে রয়েছেন। আর আইসোলেশনে রয়েছেন ৪৬৬ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট সাতজন। তবে নতুন আরও তিনজনসহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৬ জন।

করোনা আক্রান্ত ছাড়ালো দেড় হাজার পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর