নওগাঁয় নিজ বাড়ি থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার
৯ মে ২০২০ ১৩:০৫ | আপডেট: ৯ মে ২০২০ ১৩:১০
নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলের মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। মরদেহ দুইটির গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
শনিবার (৯ মে) সকালে উপজেলার গোনা ইউনিয়নের পীরেরা গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন রাশেদা বেগম (৫৫) ও তার ছেলে আসলাম হোসেন (৩৫)।
পুলিশ জানায়, স্থানীয়রা সকালে আসলাম হোসেনের ঘরে তার ঝুলন্ত মরদেহ এবং পাশেই মা রাশেদা বেগমের মরদেহ আলাদাভাবে পড়ে থাকতে দেখেন। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল হক বলেন, বিদেশ ফেরত আসলাম হোসেন মাকে নিয়ে একই বাসায় থাকতেন। সকালে আমরা খবর পেয়ে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছি। ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মা স্ট্রোক করে থাকতে পারেন। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।