Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে খুলছে না সিলেটের মার্কেট


৯ মে ২০২০ ১০:২২ | আপডেট: ৯ মে ২০২০ ১১:০১

সিলেট: সরকারের পক্ষ থেকে অনুমতি দিলেও ঈদের আগে সিলেটে কোনো মার্কেট বা শপিং মল খুলবে না। সিলেটের নগর ভবনে মেয়র আরিফুল হক চৌধুরীরর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত উঠে এসেছে। বৈঠক শেষে মেয়র আরিফুল আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

মেয়র বলেন, ঈদে আমাদের কোনো মার্কেট বা শপিং মল খুলবে না। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। ব্যবসায়ীরাও এ সিদ্ধান্তের সঙ্গে একমত। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সবাই সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ মে) বিকেলে সিলেট নগর ভবনে মেয়রের সঙ্গে ব্যবসায়ী নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এ টি এম শোয়েবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদ সামনে রেখে সরকার সারাদেশে সীমিত সময়ের জন্য মার্কেট খোলা রাখার অনুমতি দিয়েছে। কিন্তু গত কয়েকদিনে সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সে কারণেই মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার নগর ভবনে মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানে সিলেটের ব্যবসায়ীরা এক বৈঠকে মিলিত হন। সভার শুরুতে ব্যবসায়ীদের খোলামেলা আলোচনার সুযোগ দেওয়া হয়। এসময় ব্যবসায়ীরাই বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় তারা ঈদের আগেও দোকান খুলবেন না।

পরে মেয়র সাংবাদিকদের বলেন, আমরা সব ব্যবসায়ীকে অনুরোধ করব, আপনারা কেউ দোকান খুলবেন না। কেউ দোকান খুলতে চাইলে ব্যবসায়ী নেতারা আছেন, চেম্বারের নেতারা আছেন, আমি নিজে আছি— আমরা সবাই মিলে তাকে বোঝাব। আমি আশা করি, আমরা অনুরোধ করলে কেউ সেই অনুরোধ ফেলবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আমাদের সঙ্গে আছেন। তারাও এ বিষয়ে সহায়তা করবেন।

বিজ্ঞাপন

ঈদের আগে মার্কেট খুলবে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক মার্কেট মেয়র আরিফুল হক চৌধুরী শপিং মল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর