চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১১ জন
৯ মে ২০২০ ০০:৪১ | আপডেট: ১৭ মে ২০২০ ২০:৫৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার (০৮ মে) চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ- বিআইটিআইডিতে ১৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, পরীক্ষায় ১৪ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন লক্ষ্মীপুরের এবং ১১ জন চট্টগ্রামের। এছাড়া চট্টগ্রামের একজন পুরনো রোগীর নমুনা পরীক্ষায় আবারও করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে চট্টগ্রামের পটিয়া ও সাতকানিয়া উপজেলায় একজন, মহানগরীর সল্টগোলা, কদমতলী, দেওয়ানহাট, অক্সিজেন, পাহাড়তলী, পার্কভিউ হাসপাতালের একজন করে এবং ফৌজদারহাটের ফিল্ড হাসপাতালে দুইজন ও হালিশহর এলাকার দুইজন রয়েছেন।
এ নিয়ে চট্টগ্রামে ২০৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।